চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে প্রতিবন্ধি যুবকের মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুরের একটি আম বাগান থেকে মো. ঈসা নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, রানীহাটির চকআলমপুর গ্রামের মো. কালুর ছেলে মো. ঈসা বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আম বাগানের ভেতর বিবস্ত্র ও নাক এবং মুখ রক্তাত্ব অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ঈসা জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধি ছিল বলে জানান, ওসি মোজাফফর।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ আগস্ট, ২০২১