‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যে- জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক জালাল উদ্দিন, সফিকুল ইসলাম, ইমরান আলী, জিয়াউল ইসলাম ও ফরহাদ আলী, সহকারী মৎস্য কর্মকর্তা নাইমুল হক, সম্প্রৃসারণ কর্মকর্তা অন্তরা ইয়াসমিন, ত্রে সহকারী মাহিদুর রহমান, হাফেজা খাতুন । সভায় জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার-প্রচারণা, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য চাষী-মৎস্যজীবীদের নিয়ে মতবিনিময়, প্রামান্যচিত্র প্রদর্শন, পুকুরের মাটি ও পানি পরীা ও মৎস্য খাদ্য উপকরণ বিতরণ কর্মসূচি পালন করা হবে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক আরো জানান, উপজেলার ৩ হাজার ৫৯৮ হেক্টর জমিতে ১ হাজার ৩’শ জন মাছ চাষী মাছ উৎপাদন করেন। বর্তমানে উপজেলায় ১২ হাজার ৫১৫ মে. টন মাছের চাহিদা থাকলেও যা প্রতি বছর ৫ হাজার ৭ মে.টন মাছ উৎপাদন হয়। এতে ৭ হাজার ৫৮০ মে.টন ঘাটতি রয়েছে। এছাড়া গড় অনুপাতে একজন মানুষের জন্য প্রতিদিন মাছের প্রয়োজন ৬০ গ্রাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৮ আগস্ট, ২০২১
শিবগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়