চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে বজ্রপাতে বৃহস্পতিবার দু’ জনের মৃত্যু হয়েছে। ইউনিয়নের বড়দাদপুর ও শেরপুর এলাকায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় তারা মারা যান। নিহতরা হচ্ছেন, বড়দাদপুর গ্রামের ইমরান আলীর ছেলে ইয়াসিন (১৮) ও শেরপুর কোঠাডাঙ্গা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠির ঝাড়িয়া ওরাঁও- এর ছেলে হৃদয় ওরাঁও (৫২)।
গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ইয়াসিন ও হৃদয় ওরাঁও নিজ নিজ এলাকার কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এদিকে, গোমস্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বজ্রপাতে নিহত এই দু’ জনের পরিবারকে উপজেলা প্রশসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ আগস্ট, ২০২১
গোমস্তাপুরে বজ্রপাতে দু’ জন নিহত