চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে শরিফুল (১৯) নামে একজন নিহত হয়েছে। নিহত শরিফুল চাঁপাইনবাবগঞ্জ শহরের বিদিরপুর মিলকী এলাকার কবিরের ছেলে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলীনগর ভুতপুকুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিবাদমান দুটি গ্রপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে আহত হন শরিফুল। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাবার কিছুণ পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। নিহত শরিফুলের নামে ডাকাতি ও ছিনতাইয়ের দুটি মামলা ছিল জানিয়ে ওসি বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিহতের ঘটনায় শরিফুলের বাবা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি মোজাফফর হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ আগস্ট, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে একজন নিহত