শিবগঞ্জ সীমান্তে হেরোইন-দেশীয় অস্ত্র উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া ও আজমতপুর সীমান্তে এলাকা থেকে ১ কেজি ৭’শ ৫০ গ্রাম হেরোইনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। তবে পৃথক এই অভিযানে কাউকে আটক করতে পারেনি।
৫৯ বিজিবি’র এক প্রেস নোটে জানায়, জানা গেছে, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে শনিবার দিবাগত রাতে চকপাড়া সীমান্ত পিলার ১৮৩/৪ হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া স্থানে উভয় টহল দল তল্লাশী অভিযান চালিয়ে ১ কেজি ৭’শ ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এদিকে বিজিবির অপর অভিযানে রোববার সকাল পৌনে ৭টার দিকে আজমতপুর সীমান্তের হুদমাপাড়া এলাকার তাহিরের ছেলে নঈম (৩৫)’র বাড়িতে তল্লাসী চালিয়ে রামদা, ছুরি, সরকি, তারকাটা কাঁটার প্লাস, লোহা উঠানোর প্লাসসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে নঈম পালিয়ে যায়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ আগস্ট, ২০২১