যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে রবিবার চাঁপাইনবাবগঞ্জে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় য²া নিরোধ সমিতি (নাটাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুপুরে শহরের কাঠালবাগিচা এলাকার শিশু শিক্ষা নিকতন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মনিম উদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বক্ষব্যাধি কিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. তৌহিদুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তুরু, শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ আনিসুর রহমান, নাটাব কর্মকর্তা রুহুল আমীন।
সভায় য²া রোগ ও তার প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের ৩০জন প্রতিনিধি অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ আগস্ট, ২০২১
যক্ষা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময়