চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক পৃথক বিদ্যুৎষ্পৃষ্টের ঘটনায় তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে দুর্লভপুর ও চককৃত্তি ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নামোজগন্নাথপুরের ফুলদিয়া পদ্মানদীর ঘাট থেকে নৌকাযোগে দাদনচক আসার পথে পদ্মায় পানিবৃদ্ধির কারণে নদীর উপর দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে পরে ফুলদিয়া এলাকার সায়েদ ঘোষের স্ত্রী সামনুর বেগম (৬৫) ও তার দেবর সাহাবুদ্দীনের ছেলে শিমুল (২৫)। এতে তারা নদীতেই মারা যায়। রাতে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এদিকে, চককৃত্তি ইউনিয়নের দুবলিভান্ডার এলাকায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (২৬) নামের এক যুকব মারা যায়। চককৃত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখখের আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন আব্দুল মালেক।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দীন জানান, পরিবারের অভিযোগ না থাকায় রাতেই মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ আগস্ট, ২০২১
শিবগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্টে তিনজন নিহত