বঙ্গবন্ধু’র সব খুনিদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন


১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ হত্যাকান্ডের সব খুনিদের বিচারের দাবিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শহরের মুজিব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রান্তের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাবেক সভাপতি আরিফুর রেজা ইমন, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান টিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মুন্সি নজরুল ইসলাম সুজন, ভোলাহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিফাতউল্লাহ সিফাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান, মাসুম প্রমুখ। 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ও চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত নেতা ইফতেখার সুজন সমাবেশে সভাপতিত্ব করেন। 


সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্য নায়ক হিসেবে জিয়াউর রহমানকে উল্লেখ করে তার বিচার ও বঙ্গবন্ধু’র পলাতক খুনিদের রায় কার্যকরের দাবি জানানো হয়।
পরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবওে স্মারকলিপি প্রদান করা হয়। 




চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ আগস্ট, ২০২১