চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনায় ১ জনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে করোনায় নতুন করে ১জনের মৃত্যু হয়েছে। রবিবার ২৫০ শয্যর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে মারা যায়। মারা যাওয়া ১ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
একই দিন চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪৯ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানান, হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে শহরের পাঠান পাড়ার একজন করোনা রোগীর মারা যান।
 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ জুলাই, ২০২১