শিবগঞ্জ সীমান্তে ৪৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এলাকা থেকে ৪৫টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৭/৩- এস হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁদশিকারী গ্রামের মশিউর রহমানের বাড়ির পেছন থেকে ৪৫ টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য নয় লাখ এক হাজার টাকা।
এ ঘটনায় উদ্ধারকৃত মোবাইল ফোনের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ জুলাই, ২০২১