চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪৯ জনের করোনা শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত ৪৯ জনের মধ্যে ২০ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, গোমস্তাপুরের ৪ জন, শিবগঞ্জের ১ জন, ভোলাহাটের ২০ জন ও ৪ জন নাচোল  উপজেলার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, শনিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আসা প্রতিবেদনে জানানো হয়েছে, আরটি পিসিআর ল্যাবে ৯৫ জনের নমুনা পরীায় ২৮ জন শনাক্ত হন। আর স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ২১২ জনের নমুনা পরীায় ২০ জন আর জিন এক্সপার্ট ল্যাবে ১ জনে পরীক্ষায় ১ জন শনাক্ত হয়।
নতুন শনাক্ত ৪৯ জন নিয়ে জেলায় এপর্যন্ত  ৪২৬৭ শনাক্ত হলেন। এদিকে নতুন করে একদিনে ২২৪ জন শনাক্ত রোগিকে সূস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। জেলায় সূস্থ হয়েছেন  ৩৩৯১ জন। করোনায় চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত মারা গেছেন ১১৪ জন। জেলাজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রোগি এখন ৭৬২ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ জুলাই, ২০২১