শিবগঞ্জে পুলিশের অভিযানে ৪ ডাকাতসহ ৬ জন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের পৃথক দু’টি অভিযানে ৪ ডাকাতসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হল উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের কসিমুুদ্দনের ছেলে লালু (২৩), একই এলাকার সফিকুল ইসলাম ওরফে কালুর ছেলে সেলিম (২৪), গোলাপ বাজারের নজরুল ইসলামের ছেলে সাকিল (২০), মিরাতালুক গ্রামের নওশাদের ছেলে বাবু (২৮), বিনোদপুর ইউনিয়নের আবদুল আলিমের ছেলে ফাহাদ আলী (৩০) ও বড় হাদিনগর গ্রামের আমান উল্লার ছেলে শহিদুল ইসলাম (২৫)।
শুক্রবার দিবাগত রাতে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়ক ও শনিবার রাতে ধোবড়া বাজার থেকে তাদের আটক করা হয়।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের পুসকুনি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে শনিবার দিবাগত রাতে ধোবড়া বাজার থেকে আরও দুজন ছিনতাইকারীকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ জুলাই, ২০২১

,