ভোলাহাট সীমান্তে ১শ’ ৩৫ কেজি ভারতীয় কচ্ছপের হাড়সহ ৩ জন আটক


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকা থেকে শনিবার ১শ’ ৩৫ কেজি ভারতীয় কচ্ছপের হাড়সহ ৩ জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। আটককৃতরা হচ্ছে ভোলাহাটের কুমিরজান গ্রামের মৃত এতাজ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৫০),  চামুচা গ্রামের আজিম উদ্দীনের ছেলে আল আমিন (২২) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (২০)। 

তবে মুল আসামী চামুচা গ্রামের বাবুল হোসেনের ছেলে ইদুল (২২) কে  আটক করতে পারেনি বিজিবি।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান,  ভোলাহাট বিওপির সীমান্ত পিলার ১৯৪/৩ এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিরজান গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে রফিকের বাড়ি থেকে ১৩৫ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়। পরে রফিকুলের দেয়া তথ্যমতে মালামাল বহনে সহযোগী আল আমিন ও মনিরুল ইসলাম কে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত কচ্ছপের হাড়ের আনুমানিক মূল্যা ২ কোটি ২ লাখ টাকা।
এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩ জুলাই, ২০২১


,