করোনা প্রতিরোধে সোনামসজিদ ও ভোলাহাটে সচিব এবিএম আজাদের মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিকালে ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, ভোলাহাট প্রেসকাব সভাপতি গোলাম কবির।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এডিএম জাকিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শেখ মেহেদী ইসলাম।
সভায় ভোলাহাট উপজেলার করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পরে আম ফাউন্ডেশন ভোলাহাটে গিয়ে উপজেলার একমাত্র আবাসিক হোটেলের উদ্বোধন করেন অতিথিগণ।
এদিকে সকালে করোনা ভাইরাস প্রতিরোধে সোনামসজিদ স্থলবন্দরে অংশীজনদের সাথে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব এ বি এম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সহযোগিতায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জাকিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সাকিব আল রাব্বি, সোনামসজিদ স্থল বন্দর কাস্টমস কর্মকর্তা মমিনুল ইসলাম, স্থল বন্দর কর্তৃপরে আলিউজ্জামান বকুল, পানামা পানামা পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক রুহুল আমিন, আমদানি-রপ্তানিকারক দুরুল হুদা, সোনামসজিদ ইমিগ্রেশনের ইনচার্জ জাফর ইকবাল, লেবার ইউনিয়নের এনামুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব এ বি এম আজাদের পিএস মো. আহমদুল্লাহ, পেট্রোলিয়াম কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক আশিক শাহরিয়ার প্রমূখ।
মতবিনিময় সভায় সচিব এ বি এম আজাদ করোনা প্রতিরোধে সোনামসজিদ স্থল বন্দর, ইমিগ্রেশন, পানামা পোর্ট লিংক কর্তৃপকে করোনা প্রতিরোধে সরকার কর্তৃক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩ জুলাই, ২০২১