চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রফেসরপাড়া এলাকা থেকে শনিবার জুয়া খেলার দায়ে ৭ জন জুয়াড়ি’কে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে, বালিয়াডাঙ্গার মাঈনুল ইসলাম (৪২), রামকৃষ্টপুরের আঃ বারী (৫১), মাঝপাড়ার তারেক হোসেন (৫৭) একই এলাকার আলমগীর হোসেন (৫৬), মসজিদপাড়ার মোখলেছ (৫০), ১নং কলোনীর পাড়ার আশরাফুল ইসলাম (২৮), ও প্রফেসরপাড়ার মতিউর রহমান (৬৩)।
র্যাব এক প্রেসনোটে জানায়, দুপুরে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসর পাড়ার লন্ডন ইংলিশ স্কুলের জেনারেটর রুমের মধ্যে অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়।
অভিযানে ২ সেট পুরাতন প্লেয়িং কাড, ২টি মোটরসাইকেল, জুয়া খেলার নগদ-১২ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩ জুলাই, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার দায়ে ৭ জন আটক