চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। শনিবার দিনব্যাপি উপজেলার রিকশা, ভ্যান, অটোচালক ও চা দোকানীসহ ৩০টি কর্মহীন পরিবারের মাঝে ৫০ কেজি করে চাল পৌঁছে দেন তিনি। করোনা শুরু থেকেই কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন উপজেলা চেয়ারম্যান। এছাড়া গোপনে ব্যক্তিগত পর্যায়ে কর্মহীনদের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী। এর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য। এদিকে শহর ও গ্রামের রাস্তায় জীবাণুনাশক স্প্রে ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে। সৈয়দ নজরুল ইসলাম জানান, দেশব্যাপী মানুষ আজ আতঙ্কিত। এ রোগের সংক্রমণরোধে সবাইকে ঘরে থাকতে হয়েছে। তাই কর্মহীন এসব অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। করোনা বিপর্যয় ও চলমান লকডাউনে উপার্জন বন্ধ হয়ে যাওয়া সরকারের পাশাপাশি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি মাত্র। করোনা কালিন সময়ে এই উপহার চলমান থাকবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলীরাজ সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩ জুলাই, ২০২১
শিবগঞ্জে কর্মহীনদের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন উপজেলা চেয়ারম্যান