ছাত্রলীগের প্রয়াত দু’ সাবেক নেতা মইনুদ্দীন, মিজানের স্মরণ সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের প্রয়াত দু’ সাবেক নেতা মইনুদ্দীন মন্ডল ও এ্যাড. মিজানুর রহমান মিজানের বিদেহী আত্মার শান্তি কামনায় শুক্রবার দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ সাবেক জেলা ছাত্রলীগ ফোরাম এই দোয়া মাহফিলের আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ মহকুমা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীন। চাঁপাইনবাবগঞ্জ সাবেক জেলা ছাত্রলীগ ফোরামের আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সাবেক জেলা ছাত্রলীগ ফোরামের সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, কোষাধ্যক্ষ এরফান আলী, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ জালাল শাহিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হাই, আল মামুনুর রহমান, ফাইজার রহমান কনক, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, আরিফুর রেজা ইমন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার, সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ।
স্মরণসভায় আলোচকরা ছাত্রলীগের সাবেক নেতা মইনুদ্দীন মন্ডল ও মিজানুর রহমান মিজানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে চাঁপাইনবাবগঞ্জ টাউন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ জুলাই, ২০২১