শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ ১ জন আটক


চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া দক্ষিনপাড়া এলাকা থেকে ১ কেজি ৯’শ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপি’র মৃত মনসুর আলীর ছেলে মো. আব্দুল মালেক (৩০)।
এক প্রেসনোটে র‌্যাব জানায়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার রাতে শিবগঞ্জ থানার মোনাকষা ইউনিয়নের সাতরশিয়া দক্ষিনপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আব্দুল মালেক কে হাতেনাতে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ জুলাই, ২০২১