চাঁপাইনবাবগঞ্জে ২শ মানুষকে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী


চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় সিভিল প্রশাসনকে সহযোগিতা করার পাশাপশি সেবামূলক কাজও করছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে বিনামূল্যে ১৭৯ জনকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে বালিয়াডাঙ্গা সাব সেন্টারে ১১০জনকে এবং একই ইউনিয়নের রামজীবনপুরে ৬৯জনকে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নওশীন সালসাবিল শামিরা। তাঁকে সহযোগিতা করেন ২ জন মেডিকেল অ্যাসিসটেন্ট ও ৫ জন সেনা সদস্য। এসময় বিনামূল্যে ওষুধ, মাস্ক ও স্যানিটাজার দেয়া হয়।
ক্যাপ্টেন নওশীন সালসাবিল শামিরা জানান, যেসব মানুষ করোনা পরিস্থিতির কারণে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারছেন না, তাদেরকে ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এরমধ্যে যাদের মধ্যে করোনার লক্ষণ পাওয়া যাচ্ছে তাদেরকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাই জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে শতাধিক মানুষরেক চিকিৎসা প্রদান করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ জুলাই, ২০২১