নাচোলে হেরোইনসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জে নাচোলের ধানশুরা এলাকা থেকে সোমবার রাতে ১ কেজি ৪শ’ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে ভোলাহাট উপজেলার বজরা টেক গ্রামের আবদুল মজিদের ছেলে মিজানুর রহমান (২৫)।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নাচোল উপজেলার ধানশুরা এলাকায় অভিযান চালায়। পরে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ মিজানুর রহমানকে আটক করা হয়।
এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ জুলাই, ২০২১