চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পৃথক অভিযানে সোনামসজিদ ও তেলকূপী সীমান্ত এলাকা থেকে ১২০ পিস ইয়াবা ও ২০টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
বিজিবি’র পৃথক প্রেসনোটে জানায়, তেলকুপি বিওপির বিশেষ টহল দল নায়েব সুবেদার মোজাম্মেল হক এর নেতৃত্বে দুইটি জায়গায় বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাতে তেলকুপি বিওপির সীমান্ত পিলার ১৮০ হতে আনুমানিক ১কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছিয়াত্তর বিঘা থেকে মালিকবিহীন ৮টি ভারতীয় মোবাইল ফোন এবং আজমতপুর বিওপির সীমান্ত পিলার ১৮১/২-এস হতে আনুমানিক ১কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর থেকে মালিকবিহীন ১২টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করতে সম হয়।
অন্যদিকে সোনামসজিদ বিওপির সুবেদার হাফিজুর রহমান এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদীঘি থেকে মালিকবিহীন ১২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। অবৈধ ভারতীয় মোবাইল ও ইয়াবা উদ্ধার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ জুলাই, ২০২১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ইয়াবা ও ভারতীয় মোবাইল ফোন উদ্ধার