চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানালেন মু. জিয়াউর রহমান। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মু. জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, সহ সভাপতি রুহুল আমিন, ডা. গোলাম রাব্বানী, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেসবাহুল সাকের জ্যোতি, চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাকিনা খাতুন পারুল, জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ সিকদার, সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর পর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল ওদুদ এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মইনুদ্দীন মন্ডলের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মঈনউদ্দিন মণ্ডল-এর মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মু. জিয়াউর রহমানকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ জুলাই, ২০২১
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন জিয়াউর রহমান