রাজশাহী মেডিক্যালে করোনা ওয়ার্ডে মারা গেলেন চাঁপাইনবাবগঞ্জের আরো দু’ জন


রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনাববগঞ্জের আরো ২ জন মারা গেছেন। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৬ জনে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গতকাল মারা যাওয়া দু’জনের ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে। তারা করোনা আক্রান্ত হওয় ও করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে, চাঁপাইনবাবগঞ্জে আরো ৪৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আসা প্রতিবেদনে জানানো হয়েছে, আরটি পিসিআর ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জন শনাক্ত হন। এদের মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২৯ জন, শিবগঞ্জ উপজেলায় ৬ জন, গোমস্তাপুর উপজেলায় ১০ জন, নাচোল উপজেলায় ১ জন ও ভোলাহাট উপজেলায় ৩ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২ জুলাই, ২০২১