করোনার লকডাউনের মাঝে ককটেল বিষ্ফোরণ > স্পট আলীনগর ডালিমবাড়িয়া
করোনার বিস্তাররোধে সরকারের জারি করার ৭ দিনের কঠোর বিধিনিষেধের মাঝে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় আলীনগর ডালিমবাড়িয়া এলাকায় শুক্রবার দুস্কৃতকারীরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল সংলগ্ন খোনার বাগান থেকে ১০ থেকে ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার বেলা ১১টার দিকে আলীনগর ডালিমবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ থেকে ২২ জনের একটি গ্রæপ পাকা রাস্তার উপর দুটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল সংলগ্ন খোবার বাগানের ভেতরে অভিযান চালিয়ে দু’টি ব্যাগের মধ্যে থাকা ১০ থেকে ১২ টি অবিষ্ফোরিত তাজা ককটেল উদ্ধার করে। তবে, ককটেল বিষ্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি এবং এঘটনায় কেউ আটকও হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২ জুলাই, ২০২১