চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে দুই দিনে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে দুই দিনে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনেই মধ্যে ৬ জন করোনা পজেটিভ ও ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা যায়। মারা যাওয়া ৮ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ নারী রয়েছে।
গত শুক্রবার ও শনিবার ২৫০ শয্যর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে এই ৮ জন মারা যান। মারা যাওয়া ৮ জনের মধ্যে ৭ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  ও ১ জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানান, দুই দিনে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ৮ জন রোগী মারা যান। মারা যাওয়ারা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহাডাঙ্গা এলাকার জোসনারা (৭৫), নামোশংকরবাটী এলাকার মরজিনা খাতুন (৫০), রাজারামপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৮), চাঁন্দলাই এলাকার রোজা (২৭), পোল্লাডাঙ্গা গ্রামের একরামুল (৭০), স্বরূপনগর এলাকার ফেরদৌস আরা (৬৫), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকলির চর এলাকার তৈমুর রহমান (৭৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আনোয়ারা (৪৮)।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ জুলাই, ২০২১