চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে ডুবে অর্থি (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিশু উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের রানাউল ইসলামের মেয়ে। অর্থি শ্যামপুর বাজিতপুর, একিউ চোধুরী নারী কল্যাণ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন। শনিবার দুপুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম ও শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশেনের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, শনিবার বেলা ১২টার দিকে দুই চাচাতো বোন পাগলা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে অর্থি ডুবে যায়। এসময় শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগে এলাকাবাসী প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশু অর্থিকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ জুলাই, ২০২১
শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু