শিবগঞ্জ সীমান্তে ২৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে এলাকা থেকে পরিত্যক্ত ২৮টি চোরাই মোবাইলফোন উদ্ধার করেছে ৫৯ বিজিবি’র সদস্যরা। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির জানায়, তেলকুপি বিওপির হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল রোববার ভোরে সীমান্ত মেইন পিলার ১৭৮ হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জে শাহবাজপুর ইউনিয়নের সরদারটোলা এলাকায় মাঠ হতে পরিত্যক্ত অবস্থায় ২৮ টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৭০ হাজার টাকা।
আটককৃত মোবাইল ফোনের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন বলে প্রেস নোটে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ জুলাই, ২০২১