চাঁপাইনবাবগঞ্জে ২৬০ জনের করোনা পরীক্ষায় ৪০ জনই শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৪০ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। তিন ধরনের পরীক্ষায় নতুন করে আরো এই ৪০ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়। এদিকে নতুন করে ১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর পরীায় প্রতিবেদনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ৮৫ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২৩ জনের দেহে। আর স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন এবং জিন এক্সপার্ট ল্যাবে ১ জনে পরীায় কোনো শনাক্ত হয়নি
এদিকে, নতুন শনাক্ত ৪০ জন নিয়ে জেলায় এ পর্যন্ত ৪১৫৭ শনাক্ত হলেন। এদিকে নতুন করে একদিনে ২৮৪ জন শনাক্ত রোগিকে সূস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। জেলায় সূস্থ হয়েছেন ৩১৬৭ জন।
ওই সূত্র আরো জানায়, এনিয়ে করোনায় চাঁপাইনবাবগঞ্জে এ  পর্যন্ত মারা গেলেন ১১৪  জন।
এদিকে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে বৃহস্পতিবার ১৭টি মোবাইল কোর্ট পরিচলনা করে বিধিনিষেধ অম্যান্য করায় ১৪০টি মামলা দায়ের করে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২ জুলাই, ২০২১