শিবগঞ্জ সীমান্তে ভারতীয় বিড়ি ও ফেনসিডিল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ২ লাখ ৬৫ হাজার ৩শ’ ২০ পিস ভারতীয় বিড়ি, ২৩১টি রেইনকোট ও ২৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।   
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার দিবাগত রাতে ৫৯ বিজিবি’র দু’টি পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিড়ি ও ফেনসিডিল উদ্ধার করে।
বিজিবি জানায়, চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা’র নেতৃত্বে শিবগঞ্জে বিলভাতিয়া বিওপির সীমান্ত পিলার ১৯০ হতে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কর্ণখালী এলাকায় অভিযান চালায়। অভিযানে ২ লাখ ৬৫ হাজার ৩শ’ ২০ পিস ভারতীয় বিড়ি ও  ২শ’ ৩১টি রেইনকোট উদ্ধার করা হয়।
এদিকে বিজিবি’র অপর অভিযানে তেলকুপি বিওপির সীমান্ত পিলার ১৮০ হতে আনুমানিক ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর ৭৬ বিঘা নামক স্থান থেকে ২৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ দুই ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২ জুলাই, ২০২১