চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার মারা গেলেন ৪ জন


২৫০ শয্যর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানান, করোনা আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই রোগীদের মধ্যে সকালে ২ জন, দুপুরে ১ জন ও বিকেলে ১ জন মারা যান।
মারা যাওয়ারা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রামের তানজিলা (৩৫), সুন্দরপুর বাগডাঙ্গার জোবেদা বেগম (৭০),  নাচোল উপজেলার মল্লিকপুরের আমিরুল ইসলাম (৫০) ও শিবগঞ্জ উপজেলার কানসাটের লাইলি বেগম (৫০)।
তিনি জানান, লাইলি বেগম করোনা আক্রান্ত ছিলেন।
ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ জুন, ২০২১