রাজশাহী মেডিকেল করোনায় মারা গেলেন চাঁপাইনবাবগঞ্জে আরো ৫ জন


২৪ ঘন্টায় নতুন করে চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার  রাতে নতুন করে ৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ৫ জনই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এনিয়ে করোনায় চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত মারা গেলেন ৮২ জন।
একই দিন চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৫৬ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ১৩৩ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৩২ জনের দেহে। আর স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ২৯৬ জনের নমুনা পরীায় ২৩ জন আর জিন এক্সপার্ট ল্যাবে ১ জনে  পরীক্ষায় শনাক্ত হয়।
এদিকে, নতুন শনাক্ত ৫৬ জন নিয়ে জেলায় এপর্যন্ত  ৩২৭৩ শনাক্ত হলেন। এদিকে নতুন করে একদিনে ২১৫ জন শনাক্ত রোগিকে সূস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। জেলায় সূস্থ হয়েছেন ২০১৫ জন। জেলাজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রোগি এখন  ১১৭৬জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ জুন, ২০২১