চাঁপাইনবাবগঞ্জে করোনা আরো ৩ জনের মৃত্যু> নতুন শনাক্ত ১০২ জন


চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে নতুন করে ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ৩ জনের মধ্যে ২জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। আর একজন গোমস্তাপুরে বাড়িতে মারা যায়। একই দিন চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ১০২ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ২০০ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৬৩ জনের দেহে। আর স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৩৯০ জনের নমুনা পরীক্ষায় ৩০ জন আর জিন এক্সপার্ট ল্যাবে ১১ জনে  পরীক্ষায় ৯ জন শনাক্ত হয়। নতুন শনাক্ত ১০২ জন নিয়ে জেলায় এপর্যন্ত  ৩৫১০ শনাক্ত হলেন।
ওই সূত্র আরো জানায়, করোনার প্রথম ঢেউ অর্থাৎ গতবছরে করোনায় জেলায় মারা গেছিলেন ১৪ জন। আর দ্বিতীয় ঢেউ অর্থাৎ গত মাত্র প্রায় তিন মাসে মারা গেছেন ৭৬ জন। এনিয়ে করোনায় চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত মারা গেলেন ৯০ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ জুন, ২০২১