চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৬১ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। রবিবার নতুন করে ১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর পরীার প্রতিবেদনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ৭৬ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৩৬ জনের দেহে। আর স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ১৯৩ জনের নমুনা পরীায় ২৩ জন আর জিন এক্সপার্ট ল্যাবে ৬ জনে  পরীক্ষায় ২ জন শনাক্ত হয়।  
নতুন শনাক্ত ৬১ জন নিয়ে জেলায় এপর্যন্ত  ৩৫৭১ শনাক্ত হলেন। জেলায় সূস্থ হয়েছেন  ২২৯১ জন।
ওই সূত্র আরো জানায়, এনিয়ে করোনায় চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত মারা গেলেন ৯১ জন।
এদিকে গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে আরো একজনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ জুন, ২০২১