চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা ইউনিটে আরো ৩ জনের মৃত্যু
২৫০ শয্যর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৩ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানান, হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩ জন রোগী মারা যান। সোমবার সকালে ১ জন আর বিকেলে ২ জন মারা যান।
মারা যাওয়ারা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরের হাওয়ানুর(৭৫), মহরাজপুরের সতেমান (৭৫) ও রাজরামপুরের মোজাম্মেল (৬২)।
তিনি জানান, মোজাম্মেল করোনা আক্রান্ত ছিলেন।
ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ জুন, ২০২১