রাজশাহী মেডিকেল করোনায় মারা গেলেন চাঁপাইনবাবগঞ্জে আরো ৩ জন> নতুন শনাক্ত ৫৩ জন


গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নতুন করে ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ৩ জনেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
একই দিন চাঁপাইনবাবগঞ্জে ৩ ধরনের পরীক্ষায় নতুন করে আরো ৫২ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর থেকে  ৭৭ জনের পরীক্ষায় প্রতিবেদন আসে। চাঁপাইনবাবগঞ্জের ৭৭ জনের নমুনা পরীায় করোনা ধরা পড়েছে ২৩ জনের দেহে। আর স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৩১২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন আর জিন এক্সপার্ট ল্যাবে ৩ জনে পরীক্ষায় ৩ জন শনাক্ত হয়।
নতুন শনাক্ত ৫৩ জন নিয়ে জেলায় এপর্যন্ত  ৩৬২৪ শনাক্ত হলেন। জেলায় সূস্থ হয়েছেন  ২২৯১ জন।
তিনি আরো জানান, করোনার প্রথম ঢেউ অর্থাৎ গতবছরে করোনায় জেলায় মারা গেছিলেন ১৪ জন। আর দ্বিতীয় ঢেউ মারা গেছেন ৮০ জন। এনিয়ে করোনায় চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত মারা গেলেন ৯৪ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ জুন, ২০২১