শিবগঞ্জে ২টি অস্ত্রসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উত্তর ফতেপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে একটি বিদেশী পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জের মোবারকপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে জেলিম (৩০)।
র্যাব এক প্রেসনোটে জানায়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের উত্তর ফতেপুর জামে মসজিদের সামনে অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ফতেপুরে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশী পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ জেলিমকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ জুন, ২০২১