করোনায় চাঁপাইনবাবগঞ্জে আরো ৪ জন মারা গেছেন। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১২ জনে। এদিকে নতুন করে ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা জাহিদ নজরুল চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা প্রতিবেদনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চাঁপাইনবাবগঞ্জের ৪ জনের মারা যাবার কথা বলা হয়েছে। মারা যায় ৪ জনের মধ্যে ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ও ১ জনের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। এনিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত মারা গেলেন ১১২ জন। এরমধ্যে প্রথম ঢেউ- ১৪ মারা যান।
তিনি আরো জানান, জেলায় ১৯৪টি নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ১৪ জনের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ৪টি নমুনা পরীায় ২ জনের দেহে শনাক্ত হয়। আর স্থানীয়ভাবে করা র্যাপিড এ্যান্টিজেন টেস্টে ১৯০ জনের নমুনা পরীায় ১২ জন শনাক্ত হয়।
নতুন শনাক্ত ১৪ জন নিয়ে জেলায় এপর্যন্ত ৪০৮৮ শনাক্ত হলেন। জেলায় সূস্থ হয়েছেন ২৮৮৩ জন। জেলায় বর্তমান রোগী ১০৯৭ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ জুন, ২০২১
করোনায় চাঁপাইনবাবগঞ্জে ৪ জনের মৃত্যু> নতুন শনাক্ত ১৪ জন