চাঁপাইনবাবগঞ্জে করোনায় ৪ জনের মৃত্যু> নতুন শনাক্ত ৬৬ জন


করোনায় চাঁপাইনবাবগঞ্জে আরো ৪ জন মারা গেছেন। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা জাহিদ নজরুল চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা প্রতিবেদনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চাঁপাইনবাবগঞ্জের ৩ জনের মারা যাবার কথা বলা হয়েছে। আর ১ জন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে মারা যায়। মারা যায় ৪ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। এনিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত মারা গেলেন ১০৮ জন। এরমধ্যে প্রথম ঢেউ- ১৪ মারা যান।
তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জে আরো ৬৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ১৩৭টি নমুনা পরীায় ২৩ জনের দেহে শনাক্ত হয়। আর স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৪৪০ জনের নমুনা পরীায় ৪০ জন এবং জিন এক্সপার্ট ল্যাবে ৪ জনে পরীক্ষায় ৩ জন শনাক্ত হয়।
নতুন শনাক্ত ৬৬ জন নিয়ে জেলায় এপর্যন্ত  ৪০৭৪ শনাক্ত হলেন। জেলায় সূস্থ হয়েছেন ২৮৮৩ জন। জেলায় বর্তমান রোগী ১০৮৩ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ জুন, ২০২১