শিবগঞ্জে ২ কেজি হেরোইনসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর বাজার এলাকা থেকে সোমবার ২ কেজি ৩শ’ ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃত ব্যক্তি হচ্ছে ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের মৃত কসেন আলীর ছেলে মারুফ হোসেন (৪২)।
র‌্যাবের এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের ছত্রাজিৎপুর বাজারের  একটি কসমেটিক দোকানের সামনে অভিযান চালায়। অভিযানে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ মারুফ হোসেনকে আটক করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লক্ষ টাকা বলেও জানানো হয় প্রেসনোটে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ জুন, ২০২১

,