চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় ধাপের লকডাউনের পঞ্চম দিন > স্বাস্থ্যবিধি না মানায় ৭০ জনকে জরিমানা


উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের করোনা সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে থাকায় দ্বিতীয় ধাপের বিশেষ লকডাউনে পঞ্চম দিনে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। জেলার অভ্যান্তরেও যাত্রীবাহী বাস চলাচল করছেনা। তবে, সকাল থেকে শহর ও শহরতলীতে রিক্সা ও ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল করছে। শহরের মানুষের উপস্থিতিও আগের দিনের তুলনায় বেশি দেখা গেছে।
তবে লকডাউনে বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরসহ অন্যান্য উপজেলার প্রধান প্রধান মার্কেটগুলো। এদিকে, লকডাউন বাস্তবায়ন করতে জেলাজুড়ে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ার জন্য ৭০ জনকে  টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ ৫ উপজেলায় প্রশাসনের পক্ষে থেকে জনসচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৭০ জনকে জরিমানা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জুন,২০২১