চাঁপাইনবাবগঞ্জে নতুন শনাক্ত ১০৮ জন ॥ শনাক্তের শতকরা হার ৬২ ভাগ


চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের উর্ধ্বগতির হার অব্যাহত রয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জে আরো ১০৮ জন শনাক্তের তথ্য এসেছে। এনিয়ে ২ হাজার ৪৫৫ জন করোনা শনাক্ত হলেন।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, শনিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন শনাক্তের প্রতিবেদন এসেছে। তাতে বলা হয়েছে, আরটি পিসিআর ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস। শনাক্ত বিবেচনায় যা হচ্ছে, শতকরা প্রায় ৬২ ভাগ।
এরআগে শুক্রবার  আরটি পিসিআর ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১০৫ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৫ জুন, ২০২১