চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৭৫ জনের করোনা শনাক্ত


২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৭৫ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। এদিকে গত বুধবার ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে আক্রান্তের যে হার তাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চিত্র উদ্বেগজনক।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর পরীার প্রতিবেদনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ১৬৪ জনের নমুনা পরীায় করোনা ধরা পড়েছে ৫০ জনের দেহে। আর স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ২২৩ জনের নমুনা পরীায় ১৮ জন আর জিন এক্সপার্ট ল্যাবে ৮ জন পরীক্ষায় ৭ জন শনাক্ত হয়।
এদিকে, নতুন শনাক্ত ৭৫ জন নিয়ে জেলায় এপর্যন্ত  ৩৩৯৬ শনাক্ত হলেন। জেলায় সূস্থ হয়েছেন ২০১৫ জন। জেলাজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রোগি এখন ১২৯৯ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ জুন, ২০২১