চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৩ জন
২৫০ শয্যর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত তারা মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানান, হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩জন রোগী মারা যান। বৃহস্পতিবার দিবাগত রাতে ২ জন ও বিকেলে ১ জন মারা যান।
মারা যাওয়ারা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিপুর গ্রামের হাজেরা (৭৫), সুন্দরপুর বাগডাঙ্গার জোবেদা বেগম (৭০), সদর উপজেলার রামচন্দ্রপুরের জুলেখা (৭২), শিবগঞ্জ উপজেলার চামপা রানী (৭০)।
ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ জুন, ২০২১