চাঁপাইনবাবগঞ্জে ৮০ ছাড়ালো করোনার মৃত্যু> নতুন শনাক্ত ৪৮ জন


অতিমারী করোনা ভাইরাসের ছোবলে চাঁপাইনবাবগঞ্জের নতুন আরো ৩ জনের মৃত্যু হয়েছে। করোনার প্রথম ঢেউ অর্থাৎ গতবছরে করোনায় জেলায় মারা গেছিলেন ১৪ জন। আর দ্বিতীয় ঢেউ তিন মাসে মারা গেছেন ৭১ জন। এনিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৮৫ জন। এদিকে, নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ৪৮ জন।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বুধবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নতুন যে প্রতিবেদন এসেছে তাতে করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা যাওয়ার তথ্য বলা হয়েছে। নতুন মৃত্যু ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর ল্যাবে ১৪৯ জনের নমুনা পরীায় করোনা ধরা পড়েছে ২৬ জনের দেহে। স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ২৩২ জনের নমুনা পরীায় ১৭ জন আর জিন এক্সপার্ট ল্যাবে ৭ জনে পরীক্ষায় ৫ জন শনাক্ত হয়।
তিনি আরো জানান, নতুন শনাক্ত ৪৮ জন নিয়ে জেলায় এপর্যন্ত ৩৩২১ শনাক্ত হলেন। এই পর্যন্ত জেলায় সূস্থ হয়েছেন ২০১৫ জন। জেলাজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রোগি এখন ১২২৪ জন।
এদিকে,  ২৫০ শয্যর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানান, বুধবার শিবগঞ্জ উপজেলার একজন মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ জুন, ২০২১