চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৫৮ জনের করোনা শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ১৫৮ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছে আরটি পিসিআর ল্যাব পরীক্ষায় ৯৮ জন, র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৫৮ জন ও জিন এক্সপার্ট ল্যাবে ২ জন।  
এদিকে জেলায় নতুন করে ১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মারা যাওয়া ১ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এনিয়ে করোনায় চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত মারা গেলেন ৬২ জন।
চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বুধবার রাতে আরটি পিসিআর পরীার প্রতিবেদনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ৪৪৭ জনের নমুনা পরীায় করোনা ধরা পড়েছে ৯৮ জনের দেহে। এদিকে, স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৩৭২ জনের নমুনা পরীায় ৫৮ জনের আর জিন এক্সপার্ট ল্যাবে ৪ জনে ২জন ।
ওই সূত্র আরো জানায়, নতুন শনাক্ত ১৫৮ জন নিয়ে জেলায় এপর্যন্ত  ২৯৭৬ শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ১৪৬৪ জন।   জেলাজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রোগি এখন ১৪৫১ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ জুন, ২০২১