চাঁপাইনবাবগঞ্জে র্যাবের পৃথক দুটি অভিযানে হেরোইন ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূত পুকুর এলাকার ছেলে মৃত আব্দুল বারেকের ছেলে লোকমান আলী (৩৫) ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর জাব্বার বিশ^াসটোলার মৃত জহিরুল ইসলামের ছেলে নাসির উদ্দিন (২১)।
বুধবার বিকালে ও রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাগানপাড়া ও শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের কমলাকান্তপুর দহিরাপাড়া থেকে তাদের আটক করা হয়।
র্যাবের পৃথক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাগানপাড়া এলাকা থেকে ২ কেজি ১’শ ১০ গ্রাম হেরোইনসহ লোকমানকে হাতেনাতে আটক করা হয়।
এদিকে র্যাবে অপর এক অভিযানে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের কমলাকান্তপুর দহিরাপাড়া এলাকা থেকে রাতে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ নাসির উদ্দিন কে হাতেনাতে আটক করে। পৃথক ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ও শিবগঞ্জ থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ জুন, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ২কেজি হেরোইন ও গাঁজাসহ ২জন আটক