আম কিনতে আসতে পারার সুযোগ রেখে চাঁপাইনবাবগঞ্জে বাড়ল আরো সাত দিনের লকডাউন


উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক সময়ে করোন সংক্রমণ উদ্বেগজনকহারে বেড়ে যাওয়া ও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শংকায় ঘোষণা করা বিশেষ লকডাউনের মেয়াদ আরো সাত দিন বাড়ানো হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে চাঁপাইনাববগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন।
এরআগে গত ২৫ মে থেকে এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন শুরু হয়েছিল। আজ চলছে সপ্তম দিন।
সাংবাদিক সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক বলেন, গত সাত দিনের কঠোর লকডাউনের কারণে চাঁপাইনাববগঞ্জে সংক্রমণের হার নিম্নগামী হয়েছে। কিন্তু সংক্রমণের হার নিম্নগামী হলেও তা কাংখিত পর্যায়ে নেমে আসেনি। এমন প্রেক্ষিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে আগের লকডাউনের ১১ দফা নির্দেশনা বহাল রেখে আবারও সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হলো। তবে, আগের নির্দেশনার মধ্যে শুধুমাত্র আম ব্যবসায়ীরা আম কেনার অন্যজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ আসতে পারার সুযোগ সংযুক্ত করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১ মে, ২০২১