শিবগঞ্জে পিকআপের ধাক্কায় এক শিশু নিহত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিকআপের ধাক্কায় সিহাব (১০) নামে এক শিশুর নিহত  হয়েছে। নিহত সিহাব উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা পূর্বপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার মনাকষা-পারচৌকা পূর্বপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পিকআপ চালক ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জোয়া গ্রামের শাহজাহানের ছেলে সুমন আলী (৩০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, শিবগঞ্জের শিংনগর গ্রামে থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিল সিহাব। এ সময় পারচৌকা পূর্বপাড়া গ্রামে পৌঁছালে পেছন থেকে আসা একটি পিকআপ ধাক্কা দিলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পিকআপসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ জুন, ২০২১

,