নতুন করে করোনা শনাক্ত হলেন চাঁপাইনবাবগঞ্জে ১৯ জন


গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৯ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত ১৯ জন মধ্যে ১২ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, ৭ জন শিবগঞ্জ উপজেলার । এর আগে গত (১০ মে) সোমবার রাতে ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, মঙ্গলবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৬৭ টি নমূনার পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে। সিভিল সার্জন আরও জানান, করোনার শুরু থেকে এনিয়ে জেলায় মোট এনিয়ে জেলায় ১০৬৯ শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৯৩৭ জন। মারা গেছেন ২১ জন । জেলাজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রোগি এখন ১১১ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ মে ২০২১