শিবগঞ্জে বজ্রপাতে গৃহবধূসহ দুজন নিহত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঝড়ে আম কুড়াতে গিয়ে মঙ্গলবার এক গৃহবধূসহ বজ্রপাতে দুজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের আবদুল হকের ছেলে খাইরুল ইসলাম (৪৫) ও মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মাসুদ রানার স্ত্রী সালমা বেগম (২০)।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, দুপুরে ঝড় উঠলে বাড়ির পেছনে একটি বাগানে আম কুড়াতে যান সালমা বেগম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সালমা। এদিকে একই সময় মাঠ থেকে কৃষি কাজ করে এসে বাড়ির উঠানে বজ্রপাতের শিকার হয়ে মারা যান খাইরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ মে ২০২১

,